দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহত
চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডে আবারো ৫০ জনের মতো শ্রমিক ও জনগণ নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন। যার জন্য সম্পূর্ণভাবে দায়ী কনটেইনার মালিক, যিনি একজন আওয়ামী নেতা। যে কারণে মামলায় মালিক পক্ষের কাউকে আসামী করা হয়নি। সরকার, শাসকশ্রেণি ও রাষ্ট্রযন্ত্রের প্রশ্রয়ে এ ধরনের আগুন-হত্যা দেশে হয়েই চলেছে। নিচে তার কিছু তথ্য-
সীতাকুণ্ড ৪২ জন নিহত, আহত চার শত, তাজরীনে- ১১৭ জন নিহত, ২০০ জনের অধিক আহত। নিমতলী- ১২৪ জন নিহত। চক বাজার- ৭০ জন নিহত। হাশেম ফুডস- ৫২ জন নিহত, এফ আর টাওয়ার- ২৫ জন নিহত, ৭৬ জন আহত। রানা প্লাজা ১১৭৫ জন নিহত, আহত প্রায় দুই হাজারের বেশি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে হতাহত
চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে অগ্নিকাণ্ডে আবারো ৫০ জনের মতো শ্রমিক ও জনগণ নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন। যার জন্য সম্পূর্ণভাবে দায়ী কনটেইনার মালিক, যিনি একজন আওয়ামী নেতা। যে কারণে মামলায় মালিক পক্ষের কাউকে আসামী করা হয়নি। সরকার, শাসকশ্রেণি ও রাষ্ট্রযন্ত্রের প্রশ্রয়ে এ ধরনের আগুন-হত্যা দেশে হয়েই চলেছে। নিচে তার কিছু তথ্য-
সীতাকুণ্ড ৪২ জন নিহত, আহত চার শত, তাজরীনে- ১১৭ জন নিহত, ২০০ জনের অধিক আহত। নিমতলী- ১২৪ জন নিহত। চক বাজার- ৭০ জন নিহত। হাশেম ফুডস- ৫২ জন নিহত, এফ আর টাওয়ার- ২৫ জন নিহত, ৭৬ জন আহত। রানা প্লাজা ১১৭৫ জন নিহত, আহত প্রায় দুই হাজারের বেশি।
আরও খবর
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ
- শুক্র